বৃথা গেল শামিম ঝড়, জয়ে বিপিএল শুরু খুলনার

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫৫
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬: ০৭

চিটাগং কিংসের বাকি ব্যাটারদের ব্যর্থতার বিপরীতে একা লড়াই করে গেছেন শামি হোসেন। দারুণ সব চার ও ছয়ের মারে খুলনার বোলারদের ওপর ঝড় বাইয়ে দেন। শামিমের মারকুটে ব্যাটিংয়ের পরও হার এড়াতে পারেনি চিটাগং।। খুলনার কাছে ৩৭ রানে হেরেছে দলটি।

আগে ব্যাট করে ২০৩ রানে বিশাল পুঁজি পায় খুলনা। জবাবে ১৬৬ রানে অলআউট হয় চিটাগং। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭৫ রানেই ৮ উইকেট হারিয়ে বসে চিটাগং। নবম উইকেটে আলিস ইসলামকে নিয়ে প্রতিরোধ গড়েন শামিম। এই জুটিতে আসে ৭৭ রান। যেখানে আলিসের অবদান কেবল ৬ রান। এই হিসেবটাই বলে দেয় ব্যাট হাতে কতটা আক্রমণাত্মক ছিলেন শামিম।

বিজ্ঞাপন

নবম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৭৮ রান করেন শামিম। ৭ চারের পাশাপাশি ৫টি ছয়ের মারে এই ইনিংস সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন উসমান খান। খালেদের ব্যাট থেকে আসে ১৪ রান। খুলনার হয়ে আবু হায়দার নেন ৪ উইকেট। মোহাম্মদ নাওয়াজের শিকার ২টি।

এর আগে মাহিদুল ইসলাম অঙ্কন ও উইল বাসিস্তোর বিস্ফোরক ব্যাটিংয়ে ২০০ ছাড়ানো সংগ্রহ পায় খুলনা। চতুর্থ উইকেটে নিরবচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েন অঙ্কন ও বোসিস্তো। সর্বোচ্চ ৭৫ রান করেন পরেরজন। ৫০ বলের মোকাবেলায় ৮ চারের পাশাপাশি ৩টি ছয় মারেন তিনি। ২২ বলে ১ চার ও ৬ ছয়ের সাহায্যে ৫৯ রানের ইনিংস খেলেন অঙ্কন।

চিটাগংয়ের হয়ে বল হাতে সবচেয়ে বেশি খরুচে ছিলেন শরিফুল ইসলাম। ৪ ওভারে ৪৭ রান দেন এই বাঁহাতি পেসার। ৫৪ রান দেন খালেদ আহমেদ। ২ উইকেট নেন তিনি। খালেদের সমান ২ উইকেট নিলেও মাত্র ১৭ রান খরচ করেন আলিস।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা টাইগার্স: ২০৩/৪ (২০ ওভার)

বোসিস্তো ৭৫*, অঙ্কন ৫৯*

চিটাগং কিংস: ১৬৬/১০ (১৮.৫ ওভার)

শামিম ৭৮, উসমান ১৮

ফল: খুলনা ৩৭ রানে জয়ী

ম্যাচসেরা: মাহিদুল ইসলাম অঙ্কন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত