ইতিহাস গড়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০১: ২৩

পুরো আসরে ইংল্যান্ড যে দাপট দেখিয়েছিল, তাতে দক্ষিণ আফ্রিকার পক্ষে বাজি ধরার মতো লোক কমই ছিল। তবে সব হিসেবনিকেশ এলোমেলো করে দিলো প্রোটিয়ারা। লরা উলভার্ডের অবিশ্বাস্য ১৬৯ রানের ইনিংসের পর মারিজানে ক্যাপের পাঁচ উইকেটের সৌজন্যে ১২৫ রানের বড় জয়ে প্রথমবারের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌছে গেল দক্ষিণ আফ্রিকা।

গৌহাটির বারসাপারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। উলভার্ড ১৪৩ বলে ২০ চার ও ৪ ছয়ে করেন ১৬৯ রান। তার সঙ্গে মারিজানে ক্যাপ (৪২), তাজমিন ব্রিটস (৪৫) ও ক্লোয়ি ট্রায়ন (৩৩*) দলকে এনে দেন শক্ত ভিত।

ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টোন নিয়েছেন চার উইকেট, লরেন বেল দুটি।

৩২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে ইংল্যান্ড। মাত্র ১ রানেই বিদায় নেয় তিন ব্যাটার অ্যামি জোনস, ট্যামি বিউমন্ট ও হেথার নাইট। তিনজনই ফিরেছেন শূন্য রানে। ন্যাট সিভার-ব্রান্ট (৬৪) ও অ্যালিস ক্যাপসি (৫০) চেষ্টা করলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্যাপ নেন ৫ উইকেট মাত্র ২০ রানে। তার সঙ্গে নাদিন ডি ক্লার্ক পান ২ উইকেট।

ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বা স্বাগতিক ভারত। আজ দ্বিতীয় সেমিফাইনালে লড়বে দুদল।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ৩১৯/৭ (উলভার্ড ১৬৯, ক্যাপ ৪২; একলেস্টোন ৪/৪৪)।
ইংল্যান্ড : ১৯৪ (সিভার-ব্রান্ট ৬৪, ক্যাপ ৫/২০)।
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ১২৫ রানে জয়ী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত