জতার জার্সি অবসরে পাঠাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১: ৪৩

ভক্তদের দাবির জেরে দিয়োগো জতার জার্সি অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে লিভারপুল। এক বিবৃতিতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে।

স্পেনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গত ৩ জুলাই নিহত হন জতা। যে ক্লাবের হয়ে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন সেই লিভারপুল সমর্থকদের চাওয়া ছিল- প্রিয় ক্লাবের আর কোনো ফুটবলারকে জতার ২০ নম্বর জার্সি না দেওয়া হোক। এজন্য তারকা ফরওয়ার্ডের মৃত্যুর পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম দাবি তোলে ভক্তরা।

বিজ্ঞাপন

সে দাবির প্রেক্ষিতে প্রাথমিকভাবে জতার ২০ নম্বর জার্সি অমর করে রাখার ঘোষণা দেয় লিভারপুল। তখনই সবার ধারণা ছিল, এই জার্সি অবসরে পাঠাবে মার্সিসাইডের ক্লাবটি। এবার সেটার আনুষ্ঠানিক ঘোষণা দিলো লিভারপুল। তবে শুধুমাত্র পুরুষ দলই নয়, এখন থেকে লিভারপুলের মহিলা দল এবং একাডেমিতেও এই জার্সি আর ব্যবহার করা হবে না।

ওই বিৃবতিতে ক্লাবটি লিখেছে, ‘জতার প্রতি সম্মান জানাতে ক্লাবের সব পর্যায়ে ২০ নম্বর জার্সি অবসরে পাঠানো হবে। এই সিদ্ধান্ত কেবল কেবল আমাদের ক্লাবে গত ৫ বছরে জতার দারুণ সব কৃতিত্বের জন্যই নয়। সে তার সতীর্থ, সহকর্মী এবং সমর্থকদের ওপর সে প্রভাব ফেলেছিল তার জন্যও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গড়ে উঠা এই চিরস্থায়ী বন্ধনকে সম্মান জানাতে লিভারপুল ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত