
স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের খেলার ঘটনা নতুন নয়। বাবার দেখানো পথে ছেলেরা এসে সাফল্য পেয়েছেন, এমন উদাহরণ অসংখ্য। তবে বাবা-ছেলের একসঙ্গে খেলার নজির নেই। এবার সেটাই দেখালেন সুহাইল সাত্তার (৫০ বছর) ও তার ছেলে ইয়াহিয়া (১৭ বছর)। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে তিমুর–লেস্তের হয়ে মাঠে নামেন তারা। আর তাতেই ইতিহাসের অংশ হয়ে যান দুজন।
তমুর-লেস্তে এ বছরই আইসিসির সহযোগী সদস্যপদ পেয়েছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচে দলটি ১০ উইকেটে হারলেও ইতিহাসে জায়গা করে নিয়েছেন সুহাইল ও ইয়াহিয়া। বালিতে অনুষ্ঠিত ঐতিহাসিক ম্যাচে আগে ব্যাট করে ৬১ রানে গুটিয়ে যায় তিমুর–লেস্তে। ম্যাচে সুহাইল ও ইয়াহিয়া কিছুক্ষণ একসঙ্গে ব্যাটও করেছেন। জবাব দিতে নেমে ইন্দোনেশিয়া মাত্র চার ওভারেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। সিরিজে আরো দুটি ম্যাচ খেলেও ১০ উইকেটের ব্যবধানে হেরেছে তিমুর-লেস্তে।
আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেমেয়ে মিলিয়ে অবশ্য এমন ঘটনা দ্বিতীয়। সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলের ৪৫ বছর বয়সি মেট্টি ফার্নান্দেজ ও তার ১৭ বছর বয়সি মেয়ে নায়না মেট্টি সাজু একসঙ্গে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। আর ঘরোয়া ক্রিকেটের হিসেবেও এমন ঘটনা আগেই দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল ও তার ছেলে তেজনারায়ণ চন্দরপল গায়ানার হয়ে খেলেছেন ১১টি প্রথম শ্রেণির ম্যাচ।
২০১৪ সালে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচে অধিনায়ক বাবার অধীনে খেলেছিলেন ২৯ বছর বয়সি তেজনারায়ণ। এছাড়া আফগানিস্তানের তারকা মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইশাখিল একই ম্যাচে মাঠে নেমেছিলেন শপাগিজা ক্রিকেট লিগের ফাইনালে। ম্যাচে নবীর দল আইনাক নাইটসকে ৮ উইকেটে হারানোর পথে আমো শার্কসের হয়ে ৩৪ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন হাসান।

আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের খেলার ঘটনা নতুন নয়। বাবার দেখানো পথে ছেলেরা এসে সাফল্য পেয়েছেন, এমন উদাহরণ অসংখ্য। তবে বাবা-ছেলের একসঙ্গে খেলার নজির নেই। এবার সেটাই দেখালেন সুহাইল সাত্তার (৫০ বছর) ও তার ছেলে ইয়াহিয়া (১৭ বছর)। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে তিমুর–লেস্তের হয়ে মাঠে নামেন তারা। আর তাতেই ইতিহাসের অংশ হয়ে যান দুজন।
তমুর-লেস্তে এ বছরই আইসিসির সহযোগী সদস্যপদ পেয়েছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচে দলটি ১০ উইকেটে হারলেও ইতিহাসে জায়গা করে নিয়েছেন সুহাইল ও ইয়াহিয়া। বালিতে অনুষ্ঠিত ঐতিহাসিক ম্যাচে আগে ব্যাট করে ৬১ রানে গুটিয়ে যায় তিমুর–লেস্তে। ম্যাচে সুহাইল ও ইয়াহিয়া কিছুক্ষণ একসঙ্গে ব্যাটও করেছেন। জবাব দিতে নেমে ইন্দোনেশিয়া মাত্র চার ওভারেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। সিরিজে আরো দুটি ম্যাচ খেলেও ১০ উইকেটের ব্যবধানে হেরেছে তিমুর-লেস্তে।
আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেমেয়ে মিলিয়ে অবশ্য এমন ঘটনা দ্বিতীয়। সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলের ৪৫ বছর বয়সি মেট্টি ফার্নান্দেজ ও তার ১৭ বছর বয়সি মেয়ে নায়না মেট্টি সাজু একসঙ্গে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। আর ঘরোয়া ক্রিকেটের হিসেবেও এমন ঘটনা আগেই দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল ও তার ছেলে তেজনারায়ণ চন্দরপল গায়ানার হয়ে খেলেছেন ১১টি প্রথম শ্রেণির ম্যাচ।
২০১৪ সালে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচে অধিনায়ক বাবার অধীনে খেলেছিলেন ২৯ বছর বয়সি তেজনারায়ণ। এছাড়া আফগানিস্তানের তারকা মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইশাখিল একই ম্যাচে মাঠে নেমেছিলেন শপাগিজা ক্রিকেট লিগের ফাইনালে। ম্যাচে নবীর দল আইনাক নাইটসকে ৮ উইকেটে হারানোর পথে আমো শার্কসের হয়ে ৩৪ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন হাসান।

ছেলে ও মেয়েদের বিগ ব্যাশে চালু করা হয়েছে নতুন নিয়ম। ম্যাচে দুই ইনিংসের প্রথম ওভারে বল যতবার গ্যালারিতে যাবে ততবার সেই বল স্যুভেনির হিসেবে রেখে দিতে পারবেন দর্শক। খবর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নাইন’-এর।
১ ঘণ্টা আগে
নতুন করে সংস্কারের পর ৮৯৪ দিন পর ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে ফিরল বার্সেলোনা। প্রায় ১.৩ ইউরো পাউন্ড ব্যয়ে সংস্কারের পর এটি পরিচিতি পাবে ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’ নামে।
১ ঘণ্টা আগে
সিরিজের প্রথম ম্যাচ পণ্ড হয়েছিল বৃষ্টিতে। আজ শেষ ম্যাচেও ঘটল একই ঘটনা। এবারও হানা দিলো বৃষ্টি। শেষ ম্যাচ ভেস্তে গেলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।
২ ঘণ্টা আগে
আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছে ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩ ঘণ্টা আগে