হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২: ২৬
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২: ৪১

এশিয়া কাপ হকির চলমান আসরে বাংলাদেশ খেলছে অপ্রত্যাশিতভাবে। শেষ মুহূর্তে পাকিস্তান নাম প্রত্যাহর করে নেওয়ায় এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টটিতে জায়গা করে নেয় বাংলাদেশ। যদিও শুরুটা ভালো হয়নি তাদের।

নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে প্রথমে এগিয়ে যায় মশিউর রহমানের দল। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে চারবার বাংলাদেশের জালে বল পাঠায়ে র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা মালয়েশিয়া।

বিজ্ঞাপন

প্রথম কোয়ার্টারে রক্ষণে চীনের প্রাচীরের ন্যায় দৃঢ়তা দেখায় বাংলাদেশ। তাই বেশ কিছু সুযোগ তৈরি করেও এগিয়ে যেতে পারেনি মালয়েশিয়া। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পিছিয়ে পড়ে তারা। পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে আনন্দে ভাসান মোহাম্মদ আশরাফুল।

বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২৪ মিনিটে আশরান হামসানির গোলে ম্যাচে ফেরে মালয়েশিয়া। ১-১ সমতায় দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ হয়। তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই দুই দল আক্রমণে যায়। কিন্তু কাজের কাজ করে মালয়েশিয়া। ৩৫ মিনিটে সফল পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ২-১ করেন আখিমুল্লাহ।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। তাতে অবশ্য লাভ হয়নি। উল্টো শেষ কোয়ার্টারে আরো দুই দল গোল হজম করে জয়, শুভ, রাব্বিরা। ৪৮ মিনিটে তৃতীয় গোল করেন মুজাহির আব্দুর রউফ। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শেষ গোলটি করেন সাঈদ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত