জর্ডানে উড়াল দিচ্ছে বাংলাদেশ, বিদ্রোহীদের সঙ্গে তিন নতুন মুখ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৭: ০৬
আপডেট : ৩০ মে ২০২৫, ১৫: ৫০

এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। আজ রোববার (২৫ মে) ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন বিদ্রোহ করা ৯ নারী ফুটবলার। সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন আরো তিন নতুন মুখ।

বিজ্ঞাপন

২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আসর শুরু হওয়ার আগে ৩১ মে ও ৩ জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

এই সফরে তিন নতুন মুখ হলেন—গোলকিপার ফেরদৌসী আক্তার, মিডফিল্ডার শান্তি মার্ডি ও ফরোয়ার্ড উমেলা মারমা। জায়গা করে নেওয়া ৯ বিদ্রোহী ফুটবলার হপ্লেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সাগরিকা।

বাদ পড়েছেন বিদ্রোহ করা সাফজয়ী পাঁচ ফুটবলার। তারা হলেন- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তার। এই পাচজন বর্তমানে ভুটানে লিগ খেলছেন।

সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত সফরের স্কোয়াড থেকে ১১ জনকে রেখে দেওয়া হয়েছে দলে। তারা হলেন- আফঈদা খন্দকার (অধিনায়ক), মেঘলা রানী, জয়নব বিবি, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা ও নবীরণ খাতুন।

সোমবার (২৬ মে) সকাল ১০টায় জর্ডানের উদ্দেশ্যে উড়াল দিবেন নারী ফুটবলাররা

২৩ সদস্যের বাংলাদেশ দল

গোলকিপার: রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার

ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি

মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি

ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত