ইয়াসির ঝড়ে রাজশাহীর বিশাল সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫: ২৮
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে – রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দুর্বার রাজশাহী। ইয়াসির আলি রাব্বির ব্যাটে চড়ে এই পুঁজি পেয়েছে পদ্মা পাড়ের ফ্রাঞ্চাইজিটি।

টস হেরে আগে ব্যাট করতে নামা রাজশাহীর শুরুটা মোটেও ভালো ছিল না। দলীয় ৫ রানেই জিসান আলমের উইকেট হারায় তারা। কোনো রান করতে পারেননি তরুণ ওপেনার। ২৫ রানে মোহাম্মদ হারিসকেও হারায় রাজশাহী। ১৩ রান করেন পাকিস্তানি তারকা।

বিজ্ঞাপন

এরপর বরিশালের বোলারদের ওপর ঝড় বাইয়ে দেন ইয়াসির ও এনামুল হক বিজয়। তৃতীয় উইকেটে ১৪০ রান যোগ করেন তারা। ৫১ বলে ৬৫ রান করে বিজয় ফিরে গেলে এই জুটি ভাঙে। ৪ চারের পাশাপাশি ৫টি ছয় মারেন অধিনায়ক।

বিজয় ফিরে গেলেও ঝড় অব্যাহত রাখেন ইয়াসির। ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। ৭ চারের পাশাপাশি ৮ ছয়ের সাহায্যে এই ইনিংস সাজান তিনি। এছাড়া ৯ রানে অপরাজিত ছিলেন রায়ান বার্ল।

এই সংগ্রহ পেতে রিপন মন্ডলের ওপর সবচেয়ে বড় ঝড় বইয়ে দেয় রাজশাহীর ব্যাটাররা। ৪ ওভার বল করে ৫৫ রান খরচ করেন এই ডানহাতি পেসার। সমান ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান খরচ করেন তানভির ইসলাম। রাজশাহীর ব্যাটারদের দিনে বরিশালের হয়ে বল হাতে ব্যতিক্রম ছিলেন কেবল মায়ার্স। মাত্র ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন এই ক্যারিবিয়ান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত