ইংল্যান্ড সফরে দুর্দান্ত খেলেছেন শুভমান গিল। টেস্ট সিরিজে হেসেই গেছে ভারতীয় অধিনায়কের ব্যাট। এক সিরিজে অধিনায়ক হিসেবে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন গিল।
সেই সিরিজের দাপুটে পারফরম্যান্সের সুবাদে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো মাসসেরার পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়লেন ভারত ক্যাপ্টেন।
প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন গিল। এ পুরস্কার জয়ের পথে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারের হৃদয় ভেঙেছেন গিল।
নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুসও চারবার করে মাসসেরা পুরস্কার জিতেছেন এর আগে।

