পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২১: ০০

মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে শাহিন আফ্রিদিকে নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে এ তথ্য জানায় পিসিবি।

শাহিন নেতৃত্ব পাওয়ায় পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক এখন তিনজন। টি-টোয়েন্টিতে সালমান আলি আগা এবং টেস্টে শান মাসুদ অধিনায়কের দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

আগামী ৪ নভেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে শাহিন আফ্রিদির নেতৃত্বে খেলবে পাকিস্তান দল।

ওয়ানডে ক্রিকেটে ২০১৮ সালে শাহিন আফ্রিদির অভিষেক। এখন পর্যন্ত তিনি ৬৬ ওয়ানডেতে ২৪.২৮ গড়ে ১৩১ উইকেট নিয়েছেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ১৮ উইকেট পেয়েছিলেন তিনি।

এর আগে অল্প সময়ের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে সিরিজে পরাজয়ের পর নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

গত বছরের অক্টোবর থেকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন রিজওয়ান। 

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত