বাংলাদেশের ফের গোল উৎসব, বিধ্বস্ত তুর্কমেনিস্তান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২০: ৩৩
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২০: ৪৫

বাহরাইন ম্যাচের চিত্রনাট্যের পুনর্মঞ্চায়নই হলো তুর্কমেনিস্তান ম্যাচে। নারী এশিয়ান কাপ বাছাইয়ের এ ম্যাচেও বাংলাদেশের মেয়েরা করল গোল উৎসব। মধ্য এশিয়ার দেশটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করল ঋতুপর্ণরা-শামসুন্নাহাররা। এই জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নারী এশিয়া কাপের চূড়ান্ত পর্বে উঠল বাংলাদেশ। তিন ম্যাচের প্রতিটিতে জয় পাওয়ায় বাংলাদেশের অর্জন সর্বোচ্চ ৯ পয়েন্ট।

তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কোচ পিটার বাটলারের শিষ্যরা আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলল মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে।

ম্যাচের ৩ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। স্বপ্না রানী লিড এনে দেন। লড়াইয়ের ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল উপহার দেন শামসুন্নাহার। চার মিনিটের মধ্যে লাল-সবুজের প্রতিনিধিরা প্রতিপক্ষের জালে দিয়েছে আরও তিন গোল।

তুর্কমেনিস্তানের জাল কাঁপান মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৭ মিনিট) ও তহুরা খাতুন (২০ মিনিট)। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ঋতুপর্ণা ফের গোল করলে ৭-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ওই ম্যাচের প্রথমার্ধে ৫ গোল দিয়েছিল ঋতুপর্ণারা। তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের কাছে ৮ গোল হজম করেছিল।

তার আগে মিয়ানমারকে ২-১ গোলে ধরাশায়ী করে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি শুধু নিয়মরক্ষার। তারপরও আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ।

বিষয়:

বাংলাদেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত