৮ হাজার টাকায় মিলবে লর্ডসের এক টুকরো ঘাস

ঘাস লাগবে, ঘাস, লর্ডসের ঘাস!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২২: ৫৩

ক্রিকেটের সব ধরনের সরঞ্জামই কিনতে পাওয়া যায়। টাকা হলে ব্যাট, বল, প্যাড, স্টাম্প, গ্লাভস থেকে হেলমেট- সবই পাওয়া যায় মার্কেটে। কিন্তু ক্রিকেট মাঠের ঘাস কি কেনা সম্ভব? অনেকের কাছে এটা অসম্ভব মনে হলেও এখন ব্যাপারটা সহজ ব্যাপারই বলা চলে। এজন্য পকেটে টাকা থাকলেই পাবেন মাঠের ঘাস। সে আবার যেন তেন মাঠের ঘাস নয়, ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ঘাস।

বিজ্ঞাপন


৫০ পাউন্ড দিয়ে কেনা যাবে হোম অব ক্রিকেটের ঘাস। ১.২ মিটার বাই ০.৬ মিটার আকৃতির এক টুকরো ঘাস কেনা যাবে বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার টাকার বিনিময়ে। আগামী মাসে তোলা হবে লর্ডসের পুরোনো ঘাস। মাঠে বসানো হবে নতুন ঘাস। এ সুযোগে পুরোনো ঘাস বিক্রি করে তহবিল সংগ্রহ করবে লর্ডসের নিয়ন্ত্রক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এমন খবরই দিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।


এমসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এমসিসি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ এবং মাঠের ভবিষ্যৎ উন্নয়ন করতে সদস্যদের এক টুকরো ঘাসের মালিক হওয়ার সুযোগ দিচ্ছি। এই ঘাস সেই মঞ্চের অংশ, যেখানে অগণিত জাদুকরী মুহূর্ত জন্ম নিয়েছে।’


এমসিসির সদস্য ২৫ হাজার। তবে একজন সাধারণ দর্শকও ইচ্ছা করলে এক টুকরো সবুজ ঘাস কিনতে পারবেন। বিক্রীত অর্থের ১০ শতাংশ জমা হবে এমসিসি ফাউন্ডেশনের তহবিলে। বাকি অর্থ লর্ডসের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের এক্স পেজে এমসিসি জানিয়েছে, ২৯ বা ৩০ সেপ্টেম্বর সীমিত সংখ্যক টুকরো ঘাস সংগ্রহ করা যাবে লর্ডস থেকে।

মাঠের আউটফিল্ড খুঁড়ে ঘাস তোলা হবে। তবে ২০টি পিচ অক্ষত থাকবে। ওপর থেকে ১৫ মিলিমিটার ঘাস কেটে নেওয়া হবে। পরে সেখানে নতুন বীজ বপন করে তৈরি হবে নতুন ঘাসের স্তর। ২০২২ সালে লর্ডসের এক টুকরো ঘাস বিক্রি হয়েছিল ১০ পাউন্ডে। নিলামে সব মিলিয়ে দাম উঠেছিল ৩৫ হাজার পাউন্ড।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত