২২৪ দিন পর ফিরে ২২ বল টিকলেন রোহিত-কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১: ৩৫

ভারতের অন্যতম দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি জাতীয় দলের জার্সিতে ফিরলেন দীর্ঘদিন পর। ২২৪ দিন পর দলে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে প্রথম ওয়ানডেতে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পারলেন না একজনও। পার্থে ব্যর্থ ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার।

রোহিত-কোহলি দুজনের কাউকেই আজ ছন্দের ধারেকাছে দেখা গেল না। আত্মবিশ্বাসের অভাব ছিল স্পষ্ট। দুই ব্যাটার মিলে মোট ২২ বল খেললেন। রোহিত ১৪ বলে ৮ রান করলেন। কোহলির করলেন ৮ বলে শূন্য।

রোহিত শুরুতে কিছুটা সময় নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ব্যাটে-বলে হচ্ছিল না। তার অবস্থা দেখে ধারাভাষ্য কক্ষে বসে রবি শাস্ত্রী বলেই দিলেন, 'বলের বাউন্স সামলাতে পারল না। পিচে পড়ে বল একটু বেশি লাফাল। সেটাই সমস্যায় ফেলল রোহিতকে। অস্ট্রেলিয়া এসে দু’দিন অনুশীলন করেছে। এখনও পিচের সঙ্গে মানিয়ে নিতে পারেনি।'

বলা চলে, দুই ব্যাটারকেই পরিকল্পনা করে আউট করে অস্ট্রেলিয়া। রোহিত ১৪টি বল খেললেন। প্রতি বলেই তার অস্বস্তি ছিল স্পষ্ট। মুখোমুখি ১৪তম বলে আর লুকোতে পারলেন না। জশ হ্যাজেলউডের পিচে পড়া ডেলিভারিটা একটু বেশিই বাউন্সে ছিল, সামলাতে পারেননি রোহিত। ব্যাটে লেগে স্লিপে ধরা খান ম্যাট রেনশর হাতে।

কোহলিও একই। ৮ বল খেলেও রানের ঘরই খুলতে পারেননি। তাকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। স্টার্কের বল পয়েন্ট অঞ্চলে জোরে মারতে যান কোহলি। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বল হাওয়ায় ছিল। ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন কুপার কোনোলি। শূন্য রানেই শেষ হয় প্রত্যাবর্তন!

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত