কেন বুমরাকে নিয়ে ভাবছেন না ডাকেট?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ২০: ৩৫

জাসপ্রিত বুমরার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই বেন ডাকেটের। যদিও বুমরা আর আগের মতো চমক দেখাতে পারবে না বলে মনে করেন এই ইংলিশ ওপেনার। কারণ এই পেসার সম্পর্কে ভালো ধারণা আছে তার। তাই বুমরাকে নিয়ে তেমন ভাবনা নেই ডাকেটের।

আগামী জুনে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আসন্ন সিরিজে যথারীতি ভারতের বোলিং লাইনের নেতৃত্বে থাকবেন বুমরা। ওপেনার হওয়ায় শুরুতে বুমরার মোকাবেলা করবেন ডাকেট। তার মতে, বুমরার চাইতে মোহাম্মদ শামিও কোনো অংশে কম নয়।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে বুমরাকে নিয়ে ডাকেট বলেন, ‘আমি এর আগেও বুমরা’র মুখোমুখি হয়েছি। আমি জানি সে আমার বিপক্ষে কি করতে পারবে। এটার ভালো দিক হলো আমি জানি তার কি ধরনের দক্ষতা আছে। তার কাছে আমাকে অবাক করার মতো কিছুই থাকছে না।’

সবশেষ গত বছর ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এবার ঘরের মাঠে সিরিজ হওয়ায় নিজেদের এগিয়ে রাখছেন ডাকেট। এই ব্যাটার মনে করেন, তাদের মাটিতে সেভাবে দাপট দেখাতে পারবে না ভারত। তাই আসন্ন লাল বলের সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন তিনি।

ডাকেট বলেন, ‘মোহাম্মদ শামির লাল বলের দক্ষতা বুমরার মতোই ভয়ঙ্কর। তাই আমার জন্য কাজটা কঠিন হতে যাচ্ছে। আমি যদি বুমরা ও শামির শুরুর স্পেল ভালোভাবে পার করতে পারি তাহলে বড় রান করার সুযোগ থাকবে। ভারত ঘরের মাঠে বাইরের থেকে অনেক আলাদা। আমার মনে হয় তাদের হারানো উচিত এবং আমরা সেটা পারব। এটি একটি ভালো সিরিজ হতে যাচ্ছে।’

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত