স্পোর্টস ডেস্ক
জাসপ্রিত বুমরার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই বেন ডাকেটের। যদিও বুমরা আর আগের মতো চমক দেখাতে পারবে না বলে মনে করেন এই ইংলিশ ওপেনার। কারণ এই পেসার সম্পর্কে ভালো ধারণা আছে তার। তাই বুমরাকে নিয়ে তেমন ভাবনা নেই ডাকেটের।
আগামী জুনে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আসন্ন সিরিজে যথারীতি ভারতের বোলিং লাইনের নেতৃত্বে থাকবেন বুমরা। ওপেনার হওয়ায় শুরুতে বুমরার মোকাবেলা করবেন ডাকেট। তার মতে, বুমরার চাইতে মোহাম্মদ শামিও কোনো অংশে কম নয়।
এক সাক্ষাৎকারে বুমরাকে নিয়ে ডাকেট বলেন, ‘আমি এর আগেও বুমরা’র মুখোমুখি হয়েছি। আমি জানি সে আমার বিপক্ষে কি করতে পারবে। এটার ভালো দিক হলো আমি জানি তার কি ধরনের দক্ষতা আছে। তার কাছে আমাকে অবাক করার মতো কিছুই থাকছে না।’
সবশেষ গত বছর ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এবার ঘরের মাঠে সিরিজ হওয়ায় নিজেদের এগিয়ে রাখছেন ডাকেট। এই ব্যাটার মনে করেন, তাদের মাটিতে সেভাবে দাপট দেখাতে পারবে না ভারত। তাই আসন্ন লাল বলের সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন তিনি।
ডাকেট বলেন, ‘মোহাম্মদ শামির লাল বলের দক্ষতা বুমরার মতোই ভয়ঙ্কর। তাই আমার জন্য কাজটা কঠিন হতে যাচ্ছে। আমি যদি বুমরা ও শামির শুরুর স্পেল ভালোভাবে পার করতে পারি তাহলে বড় রান করার সুযোগ থাকবে। ভারত ঘরের মাঠে বাইরের থেকে অনেক আলাদা। আমার মনে হয় তাদের হারানো উচিত এবং আমরা সেটা পারব। এটি একটি ভালো সিরিজ হতে যাচ্ছে।’
জাসপ্রিত বুমরার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই বেন ডাকেটের। যদিও বুমরা আর আগের মতো চমক দেখাতে পারবে না বলে মনে করেন এই ইংলিশ ওপেনার। কারণ এই পেসার সম্পর্কে ভালো ধারণা আছে তার। তাই বুমরাকে নিয়ে তেমন ভাবনা নেই ডাকেটের।
আগামী জুনে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আসন্ন সিরিজে যথারীতি ভারতের বোলিং লাইনের নেতৃত্বে থাকবেন বুমরা। ওপেনার হওয়ায় শুরুতে বুমরার মোকাবেলা করবেন ডাকেট। তার মতে, বুমরার চাইতে মোহাম্মদ শামিও কোনো অংশে কম নয়।
এক সাক্ষাৎকারে বুমরাকে নিয়ে ডাকেট বলেন, ‘আমি এর আগেও বুমরা’র মুখোমুখি হয়েছি। আমি জানি সে আমার বিপক্ষে কি করতে পারবে। এটার ভালো দিক হলো আমি জানি তার কি ধরনের দক্ষতা আছে। তার কাছে আমাকে অবাক করার মতো কিছুই থাকছে না।’
সবশেষ গত বছর ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এবার ঘরের মাঠে সিরিজ হওয়ায় নিজেদের এগিয়ে রাখছেন ডাকেট। এই ব্যাটার মনে করেন, তাদের মাটিতে সেভাবে দাপট দেখাতে পারবে না ভারত। তাই আসন্ন লাল বলের সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন তিনি।
ডাকেট বলেন, ‘মোহাম্মদ শামির লাল বলের দক্ষতা বুমরার মতোই ভয়ঙ্কর। তাই আমার জন্য কাজটা কঠিন হতে যাচ্ছে। আমি যদি বুমরা ও শামির শুরুর স্পেল ভালোভাবে পার করতে পারি তাহলে বড় রান করার সুযোগ থাকবে। ভারত ঘরের মাঠে বাইরের থেকে অনেক আলাদা। আমার মনে হয় তাদের হারানো উচিত এবং আমরা সেটা পারব। এটি একটি ভালো সিরিজ হতে যাচ্ছে।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৫ ঘণ্টা আগে