প্রীতি ম্যাচে উপদেষ্টাদের জয়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ২৩: ৩০

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আয়োজনে আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা ও কূটনৈতিকদের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ। বিকেল ৫টায় শুরু হওয়া এ ম্যাচে শেষ হাসি হাসলেন উপদেষ্টারা। আত্মঘাতী গোলে তারা ১-০ গোলে হারিয়ে দেন কূটনৈতিকদের সমন্বয়ে গড়া দলকে।

বিজ্ঞাপন

উপদেষ্টাদের সমন্বয়ে গড়া দলের হয়ে খেলতে দেখা যায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালদের। দুই দলে ৯ জন করে খেলোয়াড় লড়াইয়ে নামেন। আধ ঘণ্টার এই ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়ামে উৎসবের আমেজ ছড়ায়। স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনেও দেখানো হয় ম্যাচটি। এ ম্যাচের সময় স্টেডিয়ামে সরকারি কর্মকর্তা ও বাফুফের কর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত