প্রত্যাবর্তনে যেমন ছিল রিশাদের বোলিং

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৯: ২৭

বিজ্ঞাপন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ বোলিং করেও টানা ৩ ম্যাচ লাহোর কালান্দার্সের একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। অবশেষে করাচি কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে একাদশে ফেরেন। প্রত্যাবর্তনে দলের বাকি বোলারদের পারফরম্যান্স বিবেচনায় ভালো বোলিং করেছেন বাংলাদেশি লেগস্পিনার।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে করাচির কাছে বৃষ্টি আইনে ৪ উইকেটে হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাট করে পুন:নির্ধাতিত ১৫ ওভারে ১৬০ রানের সংগ্রহ পায় লাহোর। জবাবে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় করাচি। দলের হারের দিনে ৩ ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট নেন রিশাদ। লাহোরের বোলারদের মধ্যে তার চেয়ে কম খরুচে ছিলেন কেবল ড্যারেল মিচেল। ১.৩ ওভারে ৯ রান দেন এই কিউই ক্রিকেটার।

বাকি সবার ইকোনমি রেট সাড়ে ১০ থেকে ১৪'র কাছাকাছি। মূলত এদিন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের খরুচে বোলিংয়ের কারণেই হেরেছে লাহোর। নিজের করা প্রথম ওভারে ৭ রানের বিনিময়ে করাচির টপঅর্ডার ব্যাটার জেমস ভিন্সকে ফেরান রিশাদ। দ্বিতীয় ওভারে খরুচে ছিলেন ২২ বছর বয়সী ক্রিকেটার। একটি করে চার এবং ছয় হজম করে ১৩ রান দেন। শেষ ওভারে ৮ রান খরচ করেন রিশাদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত