ভাইটালিটি ব্লাস্টে শনিবার (৩১ মে) দিবাগত রাতে নটিংহামশায়ারকে ৪৭ রানে হারিয়েছে ল্যাঙ্কাশায়ার। অপর ম্যাচে বার্মিংহাম বিয়ারসকে তিন উইকেটে হারিয়েছে ডারহাম।
কিটন জেনিংস ও লুক ওয়েলসের সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ভর দিয়ে নটিংহামশায়ারের বিপক্ষে ২১৬ রান জড়ো করে ল্যাঙ্কাশায়ার। জেনিংসের ব্যাট থেকে আসে ৯৫ রান। ওয়েলসের অবদান ৮৭ রান। জবাব দিতে নেমে ১৬৯ রানে অলআউট হয় নটিংহামশায়ার।
ডারহামের সামনে অবশ্য বড় লক্ষ্য দিতে পারেনি বার্মিংহাম। আগে ব্যাট করে ১৪৩ রানের পুঁজি পায় তারা। জবাবে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় ডারহাম।
সংক্ষিপ্ত স্কোর:
ল্যাঙ্কাশায়ার বনাম ডারহাম:
ল্যাঙ্কাশায়ার: ২১৬/৩ (২০ ওভার); জেনিংস ৯৫, ওয়েলস ৮৭; লিয়াম ১/২১
নটিংহামশায়ার: ১৬৯/১০ (১৯.১ ওভার); হেনরিকস ৬০, মোরস ২৪; বার্নার্ড ৩/২৩
ফল: ল্যাঙ্কাশায়ার ৪৭ রানে জয়ী।
ডারহাম বনাম বার্মিংহাম:
বার্মিংহাম: ১৪৩/১০ (২০ ওভার); হেইন ৪৫, বার্নার্ড ২৩; নিশাম ৩/৩৪
ডারহাম: ১৪৭/৭ (১৭.১ ওভার); রবিনসন ৪৫, ক্লার্ক ৪০; ব্রিগস ২/২৩
ফল: ডারহাম তিন উইকেটে জয়ী।

