যে কারণে ওভাল টেস্টে নেই বুমরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২: ০৮

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। সিরিজ বাঁচাতে চাইলে লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিতব্য শেষ টেস্টে জিততেই হবে সফরকারীদের। এমন সমীকরণে নিজেদের সেরা পেসার জাসপ্রিত বুমরাকে পাচ্ছে না ভারত। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এমন খবর প্রকাশ হওয়ার পর থেকেই সবার মনে কৌতুহল- ঠিক কি কারণে ওভাল টেস্টে খেলবেন না বুমরা? অনেকে আবার একটু আগ বাড়িয়ে ভেবে নিয়েছেন, হয়তো চোট পেয়েছেন এই গতি তারকা। যদিও বিষয়টি তেমন নয়।

বিজ্ঞাপন

নতুনকরে কোনো চোট পাননি বুমরা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বুমরাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। মূলত দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের কথা মাথায় রেখে এবং পিঠের পুরনো চোটের ঝুঁকি এড়াতেই তারকা বোলারকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে দাবি গণমাধ্যমটির।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে বুমরা সবগুলো ম্যাচ খেলবেন না সেটা হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। সিরিজ শুরুর আগেই মেডিকেল টিম, নির্বাচক এবং ম্যানেজমেন্টদের যৌথ আলোচনায় সিদ্ধান্ত হয়- ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিতে তিনটি টেস্ট খেলবেন বুমরা। ইতোমধ্যে সে কোটা পূরণ করেছেন তিনি। এরপরও সিরিজ বাঁচানোর স্বার্থে ওভাল টেস্টে বুমরাকে খেলাতে চেয়েছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। যদিও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

বুমরা না থাকায় সিরিজের শেষ টেস্টে একাদশে ফেরানো হবে আকাশ দীপকে। পেস অ্যাটাকের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ সিরাজ। তৃতীয় পেসার হিসেবে একাদশে সুযোগ পাবেন প্রসিধ কৃষ্ণা কিংবা আর্শদীপ সিংয়ের মধ্যে যেকোনো একজন। এর আগে চোটের কারণে ম্যানচেস্টার টেস্টে বাইরে ছিলেন আর্শদীপ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত