রাইজিং স্টারস এশিয়া কাপে আফগানিস্তান 'এ' দলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ 'এ' দল। ৮ উইকেটের বড় ব্যবধানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আকবর আলীর দল। তাতে কার্যত সেমিফাইনালের দিকেও এক পা দিয়ে রেখেছে তারা।
কাতারের দোহায় টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৭৮ রানে আটকে যায় আফগানিস্তান। লক্ষ্য তাড়ায় নেমে দ্রুত দুই উইকেট হারালেও ৩৯ বল হাতে রেখে গন্তব্যে পৌছে লাল সবুজের দল।
লক্ষ্য তাড়ায় নেমে চায়নার বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকানো হাবিবুর রহমান সোহান আজ সুবিধা করতে পারেননি। আল্লাহ মোহাম্মদ গজনফরের বলে ক্যাচ তুলে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন। হাবিবুরের পর দলীয় ২৩ রানে ফিরেন জিসান। তিনি করেন মাত্র ১০ রান।
বাকিপথ পাড়ি দেন জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন। শেষ পর্যন্ত টিকে থাকেন দুজন। ৫৫ রানের নিরবিচ্ছিন্ন জুটি উপহার দিয়ে দেশকে আরও একটি জয় উপহার দেন তাঁরা। আবরার ২৪ ও অঙ্কন ২৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে রিপন মন্ডল ও রাকিবুল হাসানের বোলিংয়ে চাপে পড়ে আফগানরা ব্যাটাররা। রিপন ফেরান টপ-অর্ডারের তিন ব্যাটার ইমরান, নুর উল রহমান ও সেদিকউল্লাহ অটলকে। ৪ ওভার বোলিং করে ১০ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। স্পিনার রাকিবুল ৪ ওভারে ৭ রান খরচায় নেন সমান ৩ উইকেট।
আফগানদের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন দারউইশ রাসুলী। দুই অঙ্কে রান করেম আর দুজন। আহমদজাই ও কাইস সমান ১২ রান করেন। বাকিরা ছিল আসা-যাওয়ার মিছিলে। তাতেই টানা দ্বিতীয় জয় দেখে বাংলাদেশ।
এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করেছে বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট লাল সবুজ দলের। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও তৃতীয় স্থানে আফগানিস্তান। তিনটি করে ম্যাচ শেষে তিন দলেরই পয়েন্ট সমান চার হয়ে যেতে পারে। তবে নেট রান রেটে বেশ থাকায় এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের নেট রান রেট এখন +৪.০৭৯। শ্রীলঙ্কার +১.৩৪১ ও আফগানিস্তানের +০.১২২।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান 'এ' দল : ১৮.৪ ওভারে ৭৮/১০ (রাসুলি ২৭, কাইস ১২*; রাকিবুল ৩/৭)
বাংলাদেশ 'এ' দল : ১৩.৩ ওভারে ৭৯/২ (মাহিদুল ২৭*, জাওয়াদ ২৪*: গাজানফার ২/৮)
ফল : বাংলাদেশ 'এ' ৮ উইকেটে জয়ী
আফগানিস্তানকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

রাইজিং স্টারস এশিয়া কাপে আফগানিস্তান 'এ' দলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ 'এ' দল। ৮ উইকেটের বড় ব্যবধানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আকবর আলীর দল। তাতে কার্যত সেমিফাইনালের দিকেও এক পা দিয়ে রেখেছে তারা।
কাতারের দোহায় টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৭৮ রানে আটকে যায় আফগানিস্তান। লক্ষ্য তাড়ায় নেমে দ্রুত দুই উইকেট হারালেও ৩৯ বল হাতে রেখে গন্তব্যে পৌছে লাল সবুজের দল।
লক্ষ্য তাড়ায় নেমে চায়নার বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকানো হাবিবুর রহমান সোহান আজ সুবিধা করতে পারেননি। আল্লাহ মোহাম্মদ গজনফরের বলে ক্যাচ তুলে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন। হাবিবুরের পর দলীয় ২৩ রানে ফিরেন জিসান। তিনি করেন মাত্র ১০ রান।
বাকিপথ পাড়ি দেন জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন। শেষ পর্যন্ত টিকে থাকেন দুজন। ৫৫ রানের নিরবিচ্ছিন্ন জুটি উপহার দিয়ে দেশকে আরও একটি জয় উপহার দেন তাঁরা। আবরার ২৪ ও অঙ্কন ২৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে রিপন মন্ডল ও রাকিবুল হাসানের বোলিংয়ে চাপে পড়ে আফগানরা ব্যাটাররা। রিপন ফেরান টপ-অর্ডারের তিন ব্যাটার ইমরান, নুর উল রহমান ও সেদিকউল্লাহ অটলকে। ৪ ওভার বোলিং করে ১০ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। স্পিনার রাকিবুল ৪ ওভারে ৭ রান খরচায় নেন সমান ৩ উইকেট।
আফগানদের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন দারউইশ রাসুলী। দুই অঙ্কে রান করেম আর দুজন। আহমদজাই ও কাইস সমান ১২ রান করেন। বাকিরা ছিল আসা-যাওয়ার মিছিলে। তাতেই টানা দ্বিতীয় জয় দেখে বাংলাদেশ।
এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করেছে বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট লাল সবুজ দলের। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও তৃতীয় স্থানে আফগানিস্তান। তিনটি করে ম্যাচ শেষে তিন দলেরই পয়েন্ট সমান চার হয়ে যেতে পারে। তবে নেট রান রেটে বেশ থাকায় এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের নেট রান রেট এখন +৪.০৭৯। শ্রীলঙ্কার +১.৩৪১ ও আফগানিস্তানের +০.১২২।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান 'এ' দল : ১৮.৪ ওভারে ৭৮/১০ (রাসুলি ২৭, কাইস ১২*; রাকিবুল ৩/৭)
বাংলাদেশ 'এ' দল : ১৩.৩ ওভারে ৭৯/২ (মাহিদুল ২৭*, জাওয়াদ ২৪*: গাজানফার ২/৮)
ফল : বাংলাদেশ 'এ' ৮ উইকেটে জয়ী
