৬ ম্যাচ নিষিদ্ধ হলেন রডিগার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০: ৪১
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০: ৫৯

গত ২৭ এপ্রিল কোপা দেল রের ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। সে ম্যাচের অন্তিম মুহূর্তে রেফারির সঙ্গে অখেলোয়াড়সূলভ আচরণ করেন লস ব্লাঙ্কোসদের তারকা ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। এজন্য তাকে ৬ ম্যাচ নিষিদ্ধ করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

বিজ্ঞাপন

এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত ফাইনালের ১২৩ মিনিটের কথা। কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ফাউল ধরায় রেফারির ওপর ক্ষুব্ধ হন রুডিগার। বেঞ্চ থেকে উঠে রেফারির দিকে কিছু একটা ছুঁড়ে মারেন জার্মান ফুটবলার। বেশ কয়েকটি গণমাধ্যমের কল্যাণে পরবর্তীতে শোনা যায়, সেটা ছিল একটি বরফের টুকরা। রুডিগারের এই অপরাধকে রেফারির প্রতি 'হালকা সহিংসতা' হিসেবে উল্লেখ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

যদিও রুডিগারের এই নিষেধাজ্ঞায় তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না রিয়াল মাদ্রিদকে। কারণ চোট থেকে সেরে উঠতে সম্প্রতি রক্ষণভাগের খেলোয়াড়ের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে রুডিগারকে৷ নিষেধাজ্ঞার সময়টা তাই পুনর্বাসনের মধ্যেই শেষ হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত