ছিলেন না রোনালদো

আল নাসেরের রেকর্ডের দিনে উজ্জ্বল মানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৬: ৩৪
আপডেট : ১৩ মে ২০২৫, ১৬: ৩৫

আল আখদৌদের বিপক্ষে লিগ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পায়নি আল নাসের। এরপরও পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে রিয়াদের প্রতিনিধিরা। সেটাও আবার রেকর্ডগড়ায় ৯-০ গোলে। আল নাসেরের এই জয়ের দিনে আলো ছড়িয়েছেন সাদিও মানে। চারবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন সেনেগালিজ তারকা ফুটবলার।

এটা আল নাসেরের ইতিহাসে সবচেয়ে বড় জয়। আগের সর্বোচ্চ ব্যবধানের জয়টি ছিল আবহার বিপক্ষে। গত মৌসুমে দলটির বিপক্ষে আটবার গোল উৎসব করে আল নাসের। বিপরীতে কোনো গোল হজম করতে হয়নি তাদর।

বিজ্ঞাপন

রেকর্ডগড়া জয়ের দিনে প্রথমার্ধে ৫ গোল করে আল নাসের। যেখানে মানের অবদান ছিল এক গোল। বিরতির পর হ্যাটট্রিক করেন লিভারপুলের আক্রমণভাগের সাবেক খেলোয়াড়। ইতোমধ্যে লিগ শিরোপার দৌঁড় থেকে ছিটকে গেছে আল নাসের। দলটির একমাত্র লক্ষ্য এখন সেরা তিনে থেকে লিগ শেষ করে এএফসি চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে জায়গা করে নেওয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত