ক্যারিয়ার সেরা বোলিংয়ে অ্যান্ডারসনের রঙিন প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৬: ৩০

শেষবার ২০১৪ সালে এই টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে টি-টোয়েন্টি খেলেন জেমস অ্যান্ডারসন। লাল বলের ক্রিকেট মনযোগ দিতে রঙিন পোশাকে আর খুব একটা খেলেননি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার ফের টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন অ্যান্ডারসন। ৩৯৩৫ দিনের বিরতি কাটিয়ে ফের ল্যাঙ্কাশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টেই খেলেছেন তিনি। ১১ বছর পর প্রত্যাবর্তন করে অ্যান্ডারসনের শিকার ছিল ১৭ রানে তিন উইকেট। ডারহামের বিরুদ্ধে এই দারুণ বোলিংই তার টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং।

বিজ্ঞাপন

গতকাল রাতে ডারহামের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের একাদশে মিচেল স্যান্টলির বাদ পড়লে জায়গা পান অ্যান্ডারসন। সুযোগ পেয়েই বল হাতে শুরু করেন ইনিংস। ‘পুরোনো চাল ভাতে বাড়ে’- সেই কথার প্রমাণটাই দিয়েছেন অ্যান্ডারসন। প্রথম ওভারে কোন উইকেট না পেলেও তার খরচ ছিল মাত্র ৩ রান। ইনিংসের তৃতীয় ওভারে পান প্রথম সাফল্যের দেখা। ১১ রান দিলেও ফেরান গ্রাহাম ক্লার্ককে। এই ওভারে একটি বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারি হজম করেন তিনি।

পরের দুই ওভারে তার খরচ ছিল আর মোটে তিন রান। আর শিকার করেন আরও দুই উইকেট। তাতেই ৩৯৩৫ দিন পর হাল সময়ের জনপ্রিয় সংস্করণে প্রত্যাবর্তন রাঙান অ্যান্ডারসন। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৪ উইকেট শিকার করা এই ডানহাতি পেসারের এটাই ক্যারিয়ার সেরা বোলিং।

তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রত্যাবর্তনের দিনে ল্যাঙ্কাশায়ার ৪ উইকেটের জয় পায়। এই জয়ে ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নর্থ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ল্যাঙ্কাশায়ার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত