টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং

আনুষ্ঠানিকভাবে জেসির নাম জানাল আইসিসি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১২: ৫৭
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫: ১৩

নারী অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সেটা আগেই জানিয়েছেন সাথিরা জাকির জেসি। এবার ম্যাচ পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে জানা গেল সাবেক এই ক্রিকেটারের নাম।

মালয়েশিয়ার মাটিতে আগামী ১৮ জানুয়ারি শুরু হবে নারী অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেই আসরকে সামনে রেখে ২০ সদস্যের ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেই তালিকায় আছে জেসির নাম।

বিজ্ঞাপন

ম্যাচ অফিসিয়ালের মধ্যে ১৬ জন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। বাকি চারজনকে ম্যাচ রেফারি হিসেবে রেখেছে আইসিসি।

নারী অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করতে গত ৮ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জেসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিযুক্ত প্রথম নারী আম্পায়ার তিনি। গত বছর অনুষ্ঠিত নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। ক্রিকেট ক্যারিয়ারে বোলার হিসাবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জেসি।

নারী অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের তালিকা:

আম্পায়ার: অ্যাশলে গিবন্স (অস্ট্রেলিয়া), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), গায়ত্রী ভেনুগোপালান (ভারত), নারায়ণ জনানি (ভারত), আইদান সিভার (আয়ারল্যান্ড), নীতিন বাথি (নেদারল্যান্ডস), রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান) , সালেমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু দে সিলভা (শ্রীলঙ্কা), বিজয়া প্রকাশ মালেলা (মার্কিন যুক্তরাষ্ট্র), ক্যানডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে)।

ম্যাচ রেফারি: ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), ডিন কসকার (ইংল্যান্ড), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত