স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
বিপিএল শুরুর আগের দিন টিকিট নিয়ে প্রথম তৈরি হয় বিতর্ক। টিকিট নিয়ে বিস্তারিত কিছু না জানানোয় দর্শকরা কিছু জানতে পারেননি। সে কারণে তারা বিসিবি অফিসের ফটকে বিক্ষোভ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সেই ঘটনাকে ছাড়িয়ে হয় ধাওয়া-পাল্টাধাওয়া। মিরপুরে হোম অব ক্রিকেটের সদর দরজা ভেঙে ফেলে বিক্ষুব্ধ দর্শকরা। মাঠে ভালো খেলা হলেও বাইরের এই ঘটনা বিসিবিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তবে সবকিছু নিয়মতান্ত্রিক করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এর জন্য খানিকটা সময়ও চেয়েছেন তিনি।
বিপিএলের ১১তম আসরের জন্য মধুমতি ব্যাংকের নির্ধারিত সাতটি শাখা ও অনলাইনের মাধ্যমে টিকিট ছেড়েছে বিসিবি। জানা গেছে, অফলাইনে ৪৫ শতাংশ ও অনলাইনে ছাড়া হয়েছে ৫৫ শতাংশ টিকিট। প্রথমবারের মতো এভাবে টিকিট ছাড়ায় দর্শকদের জন্য তৈরি হয়েছে বিভ্রান্তি। সংবাদমাধ্যমে এসেছে নেতিবাচক খবর। গতকাল সেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে এসে এই ভুল ভাঙিয়ে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পাশাপাশি পুরো ব্যবস্থাটি কার্যকর করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান। নতুন টিকিটিং ব্যবস্থার সঙ্গে সবাইকে মানিয়ে নেওয়ার জন্য ধৈর্য ধরার আহ্বানও ছিল তার পক্ষ থেকে।
অনলাইন ও অফলাইনের মাধ্যমে বাজারে ছাড়া টিকিটে রাখা হয়েছে কিউআর কোড সিস্টেম। ধারণা করা হচ্ছিল, হয়তো সহজেই জাল করা যাবে এই টিকিট। এমনকি নিশ্চয়তা দিচ্ছেন, হ্যাক করেও বাড়তি টিকিট তৈরি করা সম্ভব হবে না। বিপিএলের টিকিটে কিউআর কোডের পাশাপাশি ভিডিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে টিকিট জাল হওয়ার কোনো সুযোগ নেই। টিকিট নিয়ে বিভ্রান্তি দূর করার পর অনলাইনে টিকিট কাটার সময় তৈরি হওয়া কারিগরি ত্রুটি নিয়েও কথা বলেন। অতিরিক্ত লোড ও জাতীয় পরিচয়পত্রের সার্ভার সমস্যায় ঝামেলা পোহাতে হয়েছে দর্শকদের। এ নিয়ে ফারুক বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের সার্ভারে একটু সমস্যা ছিল। এ জন্য দর্শক সবাই বুথে গিয়েছিল। আর বুথে দেরি করে টিকিট পৌঁছাচ্ছে।’ সব মিলিয়ে নতুন প্রযুক্তির সময় মানিয়ে নিতে সময় লাগবে বলে জানান ফারুক। পাশাপাশি দ্রুতই সফলতা দেখা যাবে বলেও জানান।
গতকাল প্রেস বক্সে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘আপনারা এর সুফল দেখতে পারবেন এই চারটা ম্যাচ (প্রথম দুই দিনের দুই ম্যাচ) পরেই। নতুন একটা জিনিস যখন হবে, দুনিয়ার যে কোনো জায়গায়…। (বিশ্বকাপের টিকিট কাটার সময়) ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে থাকে। পারা যায় না। শুধু আমাদের সমালোচনা করলে হবে না। আমরা একটু অসহিষ্ণু দেখে তাড়াতাড়ি চেষ্টা করি।’
খুব দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে টিকিট ছাড়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তার ভাষ্য ছিল, ‘সব তো পাস করাতে হয়। আমার কাছে সময় ছিল মাত্র ছয়দিন। যে কোম্পানিগুলো আসছিল, ওদের সঙ্গে কিছু কাজ করে বলছিলাম আগায় যাও। বিপিএল থেকেই শুরু করব। এখন টিকিট পার্টনার পেয়েছি। যে টাকা খরচ হবে এই পার্টনার থেকে তিন বছরে এর চেয়ে বেশি টাকা তুলতে পারব। আমি বলব শুধু এই সিস্টেমের সঙ্গে থাকুন, এখান থেকে বড় অঙ্কের টাকা আসবে। এটা আমরা ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে পারব।’
বিপিএল শুরুর আগের দিন টিকিট নিয়ে প্রথম তৈরি হয় বিতর্ক। টিকিট নিয়ে বিস্তারিত কিছু না জানানোয় দর্শকরা কিছু জানতে পারেননি। সে কারণে তারা বিসিবি অফিসের ফটকে বিক্ষোভ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সেই ঘটনাকে ছাড়িয়ে হয় ধাওয়া-পাল্টাধাওয়া। মিরপুরে হোম অব ক্রিকেটের সদর দরজা ভেঙে ফেলে বিক্ষুব্ধ দর্শকরা। মাঠে ভালো খেলা হলেও বাইরের এই ঘটনা বিসিবিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তবে সবকিছু নিয়মতান্ত্রিক করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এর জন্য খানিকটা সময়ও চেয়েছেন তিনি।
বিপিএলের ১১তম আসরের জন্য মধুমতি ব্যাংকের নির্ধারিত সাতটি শাখা ও অনলাইনের মাধ্যমে টিকিট ছেড়েছে বিসিবি। জানা গেছে, অফলাইনে ৪৫ শতাংশ ও অনলাইনে ছাড়া হয়েছে ৫৫ শতাংশ টিকিট। প্রথমবারের মতো এভাবে টিকিট ছাড়ায় দর্শকদের জন্য তৈরি হয়েছে বিভ্রান্তি। সংবাদমাধ্যমে এসেছে নেতিবাচক খবর। গতকাল সেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে এসে এই ভুল ভাঙিয়ে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পাশাপাশি পুরো ব্যবস্থাটি কার্যকর করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান। নতুন টিকিটিং ব্যবস্থার সঙ্গে সবাইকে মানিয়ে নেওয়ার জন্য ধৈর্য ধরার আহ্বানও ছিল তার পক্ষ থেকে।
অনলাইন ও অফলাইনের মাধ্যমে বাজারে ছাড়া টিকিটে রাখা হয়েছে কিউআর কোড সিস্টেম। ধারণা করা হচ্ছিল, হয়তো সহজেই জাল করা যাবে এই টিকিট। এমনকি নিশ্চয়তা দিচ্ছেন, হ্যাক করেও বাড়তি টিকিট তৈরি করা সম্ভব হবে না। বিপিএলের টিকিটে কিউআর কোডের পাশাপাশি ভিডিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে টিকিট জাল হওয়ার কোনো সুযোগ নেই। টিকিট নিয়ে বিভ্রান্তি দূর করার পর অনলাইনে টিকিট কাটার সময় তৈরি হওয়া কারিগরি ত্রুটি নিয়েও কথা বলেন। অতিরিক্ত লোড ও জাতীয় পরিচয়পত্রের সার্ভার সমস্যায় ঝামেলা পোহাতে হয়েছে দর্শকদের। এ নিয়ে ফারুক বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের সার্ভারে একটু সমস্যা ছিল। এ জন্য দর্শক সবাই বুথে গিয়েছিল। আর বুথে দেরি করে টিকিট পৌঁছাচ্ছে।’ সব মিলিয়ে নতুন প্রযুক্তির সময় মানিয়ে নিতে সময় লাগবে বলে জানান ফারুক। পাশাপাশি দ্রুতই সফলতা দেখা যাবে বলেও জানান।
গতকাল প্রেস বক্সে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘আপনারা এর সুফল দেখতে পারবেন এই চারটা ম্যাচ (প্রথম দুই দিনের দুই ম্যাচ) পরেই। নতুন একটা জিনিস যখন হবে, দুনিয়ার যে কোনো জায়গায়…। (বিশ্বকাপের টিকিট কাটার সময়) ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে থাকে। পারা যায় না। শুধু আমাদের সমালোচনা করলে হবে না। আমরা একটু অসহিষ্ণু দেখে তাড়াতাড়ি চেষ্টা করি।’
খুব দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে টিকিট ছাড়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তার ভাষ্য ছিল, ‘সব তো পাস করাতে হয়। আমার কাছে সময় ছিল মাত্র ছয়দিন। যে কোম্পানিগুলো আসছিল, ওদের সঙ্গে কিছু কাজ করে বলছিলাম আগায় যাও। বিপিএল থেকেই শুরু করব। এখন টিকিট পার্টনার পেয়েছি। যে টাকা খরচ হবে এই পার্টনার থেকে তিন বছরে এর চেয়ে বেশি টাকা তুলতে পারব। আমি বলব শুধু এই সিস্টেমের সঙ্গে থাকুন, এখান থেকে বড় অঙ্কের টাকা আসবে। এটা আমরা ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে পারব।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে