ফের ভারত সিরিজে সৈকত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২০: ২৮

আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে জায়গা করে নেওয়ার পর থেকেই ব্যস্ততা বেড়ে গেছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। তারই ধারাবহিকতায় এবার ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে আম্পায়ারিং করতে দেখা যাবে তাকে।

আগামী ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আসন্ন সিরিজটির প্রথম ‍ও শেষ একদিনের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে সৈকতকে। দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে বিপিএলে আম্পায়ারিং করছেন সৈকত। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। যদিও ভারত-ইংল্যান্ড সিরিজের ব্যস্ততার কারণে বিপিএলের ফাইনালে দেখা যাবে না সৈকতকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত