মনে করেন মিরাজ

জিম্বাবুয়ে সিরিজ তরুণদের জন্য দারুণ সুযোগ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ২১: ০০

দিন কয়েক পরেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগেই বেশ আলোচনা হচ্ছে এই সিরিজ ঘিরে। অনেকের মতে জিম্বাবুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সেভাবে দেখতে চান না জিম্বাবুয়েকে। পাশাপাশি এই সিরিজকে মানছেন তরুণদের জন্য সুযোগ হিসেবে।

গতকাল মিরপুরে মোহামেডানের হয়ে ম্যাচ খেলে গণমাধ্যমের মুখোমুখি হন মেহেদি হাসান মিরাজ। সেখানে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।’ তরুণদের সুযোগ নিয়ে তার ভাষ্য, ‘অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের সুযোগ থাকবে। ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট জিতেছি, সেখানে অনেক খেলোয়াড় ছিল না। তাদের একটা সুযোগ হয়েছে (নতুনদের)।’

বিজ্ঞাপন

এ ছাড়া তার আশা তরুণরা এই সুযোগ দারুণভাবে কাজে লাগাবেন। এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘নতুনদের পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা ইতিমধ্যে অবসরে চলে গেছেন। আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যেতে হবে, সেই দায়িত্বটা আমাদের সবার।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত