মনে করেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার

দিন কয়েক পরেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগেই বেশ আলোচনা হচ্ছে এই সিরিজ ঘিরে। অনেকের মতে জিম্বাবুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সেভাবে দেখতে চান না জিম্বাবুয়েকে। পাশাপাশি এই সিরিজকে মানছেন তরুণদের জন্য সুযোগ হিসেবে।
গতকাল মিরপুরে মোহামেডানের হয়ে ম্যাচ খেলে গণমাধ্যমের মুখোমুখি হন মেহেদি হাসান মিরাজ। সেখানে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।’ তরুণদের সুযোগ নিয়ে তার ভাষ্য, ‘অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের সুযোগ থাকবে। ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট জিতেছি, সেখানে অনেক খেলোয়াড় ছিল না। তাদের একটা সুযোগ হয়েছে (নতুনদের)।’
এ ছাড়া তার আশা তরুণরা এই সুযোগ দারুণভাবে কাজে লাগাবেন। এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘নতুনদের পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা ইতিমধ্যে অবসরে চলে গেছেন। আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যেতে হবে, সেই দায়িত্বটা আমাদের সবার।’

দিন কয়েক পরেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগেই বেশ আলোচনা হচ্ছে এই সিরিজ ঘিরে। অনেকের মতে জিম্বাবুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সেভাবে দেখতে চান না জিম্বাবুয়েকে। পাশাপাশি এই সিরিজকে মানছেন তরুণদের জন্য সুযোগ হিসেবে।
গতকাল মিরপুরে মোহামেডানের হয়ে ম্যাচ খেলে গণমাধ্যমের মুখোমুখি হন মেহেদি হাসান মিরাজ। সেখানে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।’ তরুণদের সুযোগ নিয়ে তার ভাষ্য, ‘অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের সুযোগ থাকবে। ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট জিতেছি, সেখানে অনেক খেলোয়াড় ছিল না। তাদের একটা সুযোগ হয়েছে (নতুনদের)।’
এ ছাড়া তার আশা তরুণরা এই সুযোগ দারুণভাবে কাজে লাগাবেন। এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘নতুনদের পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা ইতিমধ্যে অবসরে চলে গেছেন। আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যেতে হবে, সেই দায়িত্বটা আমাদের সবার।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
৮ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
৮ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
৯ ঘণ্টা আগে