সিঙ্গাপুর ম্যাচের দল থেকে বাদ ইসা, জনি ও ইব্রাহিম

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১৭: ৪৮

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ২৬ জনের দল থেকে বাদ পড়লেন ইসা ফয়সাল, মজিবুর রহমান জনি ও মো. ইব্রাহিম। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভুটানের বিপক্ষে যেসব খেলোয়াড়দের যাছাই করেছেন বাংলাদেশ কোচ, সেখানে ইসাকে খেলানো হয়নি। তার জায়গায় সাদ উদ্দিনের ভাই তাজ উদ্দিন খেলতে পারেন। গত ম্যাচে বেশ ভালো পারফরম্যান্স শো করেন এই তরুণ। সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচটি শুরু হবে।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত