ইব্রার উপহার পেয়ে আনন্দে আত্মহারা বুমরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৮: ৩২

জাসপ্রিত বুমরাকে নিজ হাতে সই করা এসি মিলানের একটি জার্সি উপহার পাঠিয়েছেন ইব্রাহিমোভিচ। প্রিয় ফুটবলারের কাছ থেকে এমন উপহার পেয়ে রীতিমতো আনন্দে আত্মহারা ভারতীয় পেসার।

বুমরাকে জার্সির পাশাপাশি ব্যক্তিগত বার্তাও পাঠিয়েছেন ইব্রা। সেই লাল-কালো জার্সির পেছনে ইব্রা লিখেছেন, ‘বুমরার জন্য। সমস্ত ভালোবাসা এবং সাফল্যের সাথে।’

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ইব্রার সই করা সেই জার্সির ছবি পোস্ট করেছেন বুমরা। ক্যাপশনে লিখেছেন, ‘এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’

ইব্রাকে দারুণ পছন্দ করেন বুমরা। সুইডেনের সর্বকালের সেরা ফুটবলারদের একজনকে নিজের অনুপ্রেরণার উৎস মনে করেন এই তারকা পেসার। ২০২৩ সালে অবসরে যান ইব্রা। সে সময় এক আবেগঘন বার্তায় বুমরা লিখেছিলেন, ‘ইব্রা আমার অনুপ্রেরণার উৎস। তার মনোভাব সিংহের মতো। তিনি কখনও পিছপা হন না। মানসিকতা আবিষ্কারে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

মালমো দিয়ে ১৯৯৯ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ইব্রা। পরবর্তীতে জুভেন্টাস, আয়াক্স, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, বার্সেলোনা, ইন্টার মিলান, এসি মিলানের মতো ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন সাবেক এই স্ট্রাইকার। শীর্ষ পর্যায়ের ফুটবলে সব মিলিয়ে খেলেছেন ৮৬৬ ম্যাচ। জালের দেখা পেয়ছেন ৫৭৩ বার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত