আন্ত-ইউনিভার্সিটি বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৪: ১৩
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৪: ১৪

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের তত্ত্বাবধানে রাজধানীর জাতীয় ক্রিয়া অডিটরিয়ামে শনিবার (৪ অক্টোবর) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘আন্ত-ইউনিভার্সিটি বডিবিল্ডিং এবং ফিটনেস চ্যাম্পিয়নশিপ’। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খেলা হয়েছে চারটি ক্যাটাগরিতে (মেনস ফিজিক ১৬৬, মেন্স ফিজিক ১৭০+, ওপেন ডেনিম জিনস, ওপেন বডিবিল্ডিং কম্পিটিশন)। প্রতিযোগিতা শেষে তিন বিজয়ীর (সকল ক্যাটাগরি সম্মেলিতভাবে) হাতে প্রাইজ মানি তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই ছিলো তরুণ সমাজকে শরীর চর্চা ও গঠনে উদ্বুদ্ধ করা । পুনাব এর ভাইস প্রেসিডেন্ট আসিফ মোহাম্মদ বিন আলম বলেন, ‘বর্তমান তরুণদের বিপথে যেতে না দেবার মাধ্যম হিসেবে শরীর চর্চার অনেক বড় ভূমিকা আছে। কারণ সুস্থ দেহ, সুস্থ মন ও সুস্থ মস্তিষ্ক তৈরি করে। পাশাপাশি আমরা এই উদ্যোগের মাধ্যমে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে তরুণ বডিবিল্ডারদের প্রমোট করতে চাই। তৈরী করতে চাই সুস্থ ও মানবিক তরুণ প্রজন্ম।’

প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাৰ) এর আয়োজিত এই প্রতিযোগিতার নেতৃত্বে ছিলেন পুনাবের ভাইস প্রেসিডেন্ট আসিফ মোহাম্মদ বিন আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক (প্রান্তিক উন্নয়ন বিষয়ক সম্পাদক, বিএনপি); হাবিবুর রহমান অতিরিক্ত সচিব, জন প্রশাসন মন্ত্রনালয়; এমডি রবিউল আলম রুহিন, চেয়ারম্যান রিয়া গ্রুপ; রফিকুল ইসলাম রতন সভাপতি, খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ; ডক্টর আরিফুর রহমান মোল্লা, সাবেক সহ সভাপতি জাসাস, আবু সুফিয়ান তাজ (ফাউন্ডার, ফিটলাইফ-বিডি); আব্দুল্লাহ আল খালেদ (কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন) ও আসিফ মোহাম্মদ বিন আলম (ভাইস প্রেসিডেন্ট,পুনাব এবং ফাউন্ডার, ফিটসেল্ফ বিডি)।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত