আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফরেনসিক চিকিৎসকের দাবি

মৃত্যুর আগে অমানুষিক কষ্টে ভুগেছেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
মৃত্যুর আগে অমানুষিক কষ্টে ভুগেছেন ম্যারাডোনা

হৃদরোগ ও লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। সময়ের হিসেবে যা প্রায় সাড়ে চার বছর। লম্বা সময় অতীত হলেও আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যু নিয়ে রহস্যের শেষ নেই। সবশেষ ম্যারাডোনার মৃত্য নিয়ে পাওয়া গেল ভয়াবহ তথ্য।

ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্তের দায়িত্ব পড়েছিল মরিসিও কাসিনেল্লির ওপর। তদন্ত শেষে আদালতে সাক্ষ্য দিয়েছেন এই ফরেনসিক চিকিৎসক। তিনি জানিয়েছেন, মরার আগে যন্ত্রণায় ভুগেছেন ম্যারাডোনা।

বিজ্ঞাপন

বিচারকদের কাসিনেল্লি জানান, দায়িত্বরত চিকিৎসকদের গাফিলতির কারণে মারা যাওয়ার আগে অন্তত ১০ দিন ধরে ম্যারাডোনার ফুসফুসে পানি জমেছিল। সেই সঙ্গে বিশ্বকাপ জয়ী অধিনায়কের হৃদপিন্ডের ওজন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়েছিল। এসব কারণে মৃত্যুর আগে শেষ কয়েক ঘণ্টা অমানুষিক কষ্ট ভুগ করতে হয়েছে সাবেক তারকা ফুটবলারকে।

কাসিনেল্লি আরও জানান, ম্যারাডোনা যে বাড়িয়ে মারা গেছেন সেটা ঘরোয়া চিকিৎসার জন্য উপযুক্ত ছিল না। এসব তথ্য বিবেচনায় ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা আটজনের মধ্যে সাতজনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। অর্থ্যাৎ ইতিহাসের সেরা ফুটবলারদের একজন মারা যাবে জেনেও কার্যকরী পদক্ষেপ নেননি তারা। তাই সব সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন