সমর্থন পাননি

অভিমানে সরে দাঁড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ২১: ০০

গত কয়েক বছর ধরেই দুঃসময় চলছে ব্রাজিল ফুটবলে। এমতাবস্থায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে রঙিন দিন ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনালদো নাজারিও। যদিও সমর্থন না পাওয়ায় অভিমানে সরে দাঁড়িয়েছেন এই কিংবদন্তি ফুটবলার।

সিবিএফের বর্তমান সভাপতি এদলানদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। এরপর নতুন সভাপতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনের জন্য ইতোমধ্যে ২৭টি আঞ্চলিক ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছেন রোনালদো। তার মধ্যে ২৩টি ফেডারেশনের সমর্থন পাননি। দুবারের বিশ্বকাপ জয়ী ফুটবলারের কথায় স্পষ্ট, আরও একবার ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্বে থাকবেন রদ্রিগেজ।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি ২৭টি ফেডারেশনের সঙ্গে কথা বলেছি। এর মধ্যে বেশিরভাগ ফেডারেশনের সাড়া পাইনি। তারা মনে করেন ব্রাজিলিয়ান ফুটবল ভালো মানুষের দায়িত্বেই আছে। এমতাবস্থায় আমি আমার সিদ্ধান্ত প্রত্যাহার করছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত