নিষেধাজ্ঞামুক্ত হলেন রাবাদা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ২২: ০০

মাদক গ্রহণ করায় এক মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তারকা পেসারকে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ায় এখন আবার সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন রাবাদা।

এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলার সময় রিক্রিয়েশনাল মাদক গ্রহণ করেছিলেন ডানহাতি বোলার। এটা পারফরম্যান্স বর্ধক মাদক নয়। শুধু নেশার উদ্দেশ্যেই এই মাদক নেওয়া হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (সাকা) মাধ্যমে দেওয়া বিবৃতিতে রাবাদা নিজেই মাদক গ্রহণ করে নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। নিষিদ্ধ হওয়ায় আইপিএলের দল গুজরাট টাইটান্স ছেড়ে দেশে চলে যান।

ওই বিবৃতিতে রাবাদা বলেন, ‘তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা আমার কাজে হতাশ হয়েছেন। ক্রিকেট খেলার সুযোগটাকে আমি কখনোই হালকাভাবে নিইনি। আমি দেশের প্রতিনিধিত্ব করি, তরুণদের অনুপ্রেরণা। আমি এখন সাময়িকভাবে নিষিদ্ধ আছি। প্রিয় খেলা ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত