এশিয়ান যুব গেমস

তিন ডিসিপ্লিনে পদকের আশা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০: ০০

আগামী ২২ থেকে ৩১ অক্টোবর বাহরাইনে হবে তৃতীয় এশিয়ান যুব গেমস। আসন্ন গেমসে গলফ, কাবাডি ও কুস্তিতে পদকের আশা করছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ লক্ষ্যের কথা জানানো হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের কাছে স্বর্ণপদক যেন সোনার হরিণ!

এক সাউথ এশিয়ান গেমস ছাড়া অন্য গেমসে পদক প্রত্যাশা থাকে না। এবার এশিয়ান যুব গেমসে ১৩টি ডিসিপ্লিনÑঅ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল, সাইক্লিং, গলফ, জুডো, কাবাডি, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন ও কুস্তিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলে ৮১ জনের বহর যাচ্ছে বাহরাইনে।

বিজ্ঞাপন

এর আগে ২০০৯ সালে সিঙ্গাপুর এবং ২০১৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান যুব গেমসে অংশ নিয়েছিল বাংলাদেশ। ওই দুই আসরে পদক জিততে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার পদকের আক্ষেপ ঘুচাতে চান বাংলাদেশের অ্যাথলেটরা। দলের শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর বলেন, ‘বিগত দুটি গেমসে উল্লেখযোগ্য কোনো সাফল্য না থাকলেও এবারের আসরে কাবাডি, কুস্তি ও গলফে আমরা পদকের প্রত্যাশা করছি।’

তিনি আরো বলেন, ‘এই তিন ডিসিপ্লিনের দায়িত্বে যারা আছেন, তারা আমাকে পদক জয়ের ব্যাপারে আশ্বস্ত করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে সীমিত অংশগ্রহণ এবং অনুশীলনে ব্যবহৃত যুগোপযোগী সরঞ্জমাদির অপ্রতুলতার কারণে আমাদের ক্রীড়াবিদদের কিছুটা দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। তবে সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রতিযোগীদের নিরলস অনুশীলনের মাধ্যমে আমরা এসব দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত