আগামী বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাইব্রিড মডেলের এই বৈশ্বিক আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। আইসিসির এই টুর্নামেন্টের একই গ্রুপ রাখা হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। কলম্বোতে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতকে মোকাবিলা করবে পাকিস্তান। এমন খবরই দিয়েছে ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো।
এশিয়া কাপে প্রতিবেশী দুদেশের খেলোয়াড়দের নো হ্যান্ডশেক আর পিসিবি প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নেওয়া বিতর্কের পর মেজর কোনো টুর্নামেন্টে এটাই হবে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচ।
ভারত ও পাকিস্তানের গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। টুর্নামেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো কিংবা ক্যান্ডিতে। এবারও ২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল টিকিট কাটবে সুপার এইটের। পরে সেমিফাইনাল আর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

