এম নাজমুল ইসলামের বক্তব্যে খেলা বয়কটের ঘোষণা দেন ক্রিকেটাররা। গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজেদের মধ্যে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। সেখানে শুধু এম নাজমুল ইসলামের বক্তব্যে খেলা বয়কট করছেন না- সেটা জানিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরেন ক্রিকেটাররা। এ সময় নিজেদের পাঁচ দাবি তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে নিজেদের যে দাবিগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো হলো- ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের চলমান সংকট সমাধান, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের নিষ্পত্তি, নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ ও বিপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়া ৯ ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করে ব্যাখ্যা করা। এছাড়া ওই সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের আয়ের পদ্ধতি সম্পর্কেও অবহিত করে কোয়াব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

