
বিজেপি–কংগ্রেসের বিতর্ক
জিডিপি বাড়লেও আইএমএফ রিপোর্টে ভারত ‘সি গ্রেড’
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে ভারতের জাতীয় হিসাব পরিসংখ্যানের মানকে ‘সি গ্রেড’ দিয়েছে। এরপর দেশটিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। আইএমএফের চারটি গ্রেডের (এ, বি, সি ও ডি) মধ্যে ‘সি গ্রেড’ দ্বারা বোঝায়-তথ্য কিছুটা অসম্পূর্ণ, যা মূল্যায়ন কার্যক্রমকে প্রভাবিত করে।















