
ব্রিসবেন টেস্ট
শ্বাসরুদ্ধকর প্রথম দিনে রুটের সেঞ্চুরি, স্টার্কের ৬ উইকেট
ব্রিসবেনে রোমাঞ্চকর এক দিন কাটল। ব্যাটে-বলে তুমুল লড়াই জমিয়ে তুলল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজে এমন তীব্র প্রতিদ্বন্দ্বিতা উপভোগের অপেক্ষায়ই তো থাকেন ক্রীড়ামোদিরা। প্রথমে বল হাতে পেস ঝড় তুললেন মিচেল স্টার্ক। তারকা এ পেসার একাই শিকার করলেন ইংল্যান্ডের ৬ উইকেট।























