
জান্নাতপ্রত্যাশীদের সুবর্ণ ঋতু শীতকাল
শীতের সকাল, কুয়াশায় ঢাকা আকাশ, নিস্তব্ধ হাওয়া, জমে যাওয়া শিশির কিন্তু কিছু হৃদয় তখন উষ্ণ হয়ে উঠছে। কারণ তারা নামাজে সিজদায় মগ্ন। আল্লাহর স্মরণে জাগ্রত। প্রকৃত অর্থে শীতের দিন শুধু প্রকৃতির রূপান্তর নয়, এটি এক ঈমানি মৌসুম। ইবাদতের বসন্তকাল।



