
জামায়তের উদ্যোগে ৬ কিলোমিটার সংযোগ সড়ক পরিষ্কার
নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের পাটুল মিনি কক্সবাজার এলাকা থেকে খাজুরিয়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সংযোগ সড়ক দীর্ঘ ছয় মাস পানির নিচে থাকার পর পানি নেমে গেলে সড়কটি ভেসে উঠলেও কচুরিপানা ও জলজ আগাছায় ঢেকে অচল হয়ে পড়ে।


