
ভারতে ইন্ডিগোর শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তি চরমে
টানা চতুর্থদিনের মতো মতো বন্ধ রয়েছে ভারতের বিমান সংস্থা ইন্ডিগোর ফ্লাইট চলাচল। ২০ বছরের পুরনো বিমান সংস্থাটি বৃহস্পতিবার ৫৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। তে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এনডিটিভি জানিয়েছে, দিল্লি বিমানবন্দর টার্মিনালে হাজার হাজার স্যুটকেস পড়ে রয়েছে।























