
এক বাল্ব–এক ফ্যানেই ৫৫ হাজার টাকার বিল, হতবাক দোকানি
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের লিটুখান বাজারে দুই নিম্নআয়ের দোকানদারের হাতে অস্বাভাবিক পরিমাণ ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়া হয়েছে। সাধারণ ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এই বিল পেয়ে বিপাকে পড়েছেন তারা।























