


সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ আগামী ২০ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান। ওই হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যু এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।







আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস