
চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা : উপদেষ্টা শারমীন
অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একাত্তরে যে সংগ্রাম হয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষারই ধারাবাহিকতা বলে মনে করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একাত্তরে যে সংগ্রাম হয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষারই ধারাবাহিকতা বলে মনে করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শারমীন এস মুরশিদ
আমরা এমন এক ভবিষ্যত বাংলাদেশ চাই যেখানে নারী শুধু ভোটার নন, আন্দোলনের অগ্রসৈনিক নন বরং সংসদীয় নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীয় শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। নারীশক্তির জাগরণই একটি নারী নির্যাতন মুক্ত সমাজ গড়তে পারে।

জাতিসংঘ সদর দপ্তরে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ৩০তম বার্ষিকী উপলক্ষে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শারমীন এস মুরশিদ বলেন, নারীর অদৃশ্য অবদান সমূহ দৃশ্যমানে আনতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং ইউএন উইমেন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ গবেষণায় নারীর অবৈতনিক কাজ দেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এই কাজে স্বীকৃতি দেওয়া জরুরী তা প্রতিফলিত হয়েছে।














