
প্রাণের চেয়ে প্রিয় ‘হাঁস’ই পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা
নিজের পালিত ‘হাঁস’ চুরির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি হাঁস পালতাম। আমার হাঁস চুরি হলে আমি চোরকে ছাড় দিইনি—মামলা করেছি, জেলও হয়েছে। আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























