
বালু দস্যুদের থাবায় ক্ষত-বিক্ষত পাহাড়ি টিলা ও ছড়া
হবিগঞ্জের বাহুবলে বালু দস্যুদের থাবায় ক্ষত-বিক্ষত হয়েছে পাহাড়ি টিলা ও ছড়া। কয়েক মাসে ছড়া ও টিলা কেটে লক্ষাধিক ঘনফুট বালু নিয়ে গেছে বালুখেকোরা। এসব দস্যুরা সাধারণ কোনো ব্যবসায়ী বা পাচারকারী নয়। এরা রাজনৈতিক বলয়ে রাতের আঁধারে লুট করে নিচ্ছে মূল্যবান সিলিকা বালু।








