
হার্ট অ্যাটাক না হয়েও হৃদযন্ত্র ব্যর্থ হচ্ছে কেন?
হৃদরোগ মানেই কি শুধু হার্ট অ্যাটাক বা রক্তনালিতে বড় ব্লক? আধুনিক চিকিৎসাবিজ্ঞানের উত্তর এখন স্পষ্ট—না। হার্ট ফেইলিউর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন বা HFpEF এমনই এক হৃদরোগ, যেখানে হৃদযন্ত্রের পাম্প করার ক্ষমতা মোটামুটি ঠিক থাকলেও রোগী ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।





