বগুড়ায় দশ মামলার আসামি শাকিল গ্রেপ্তারজেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শাকিল মাহমুদ ওরফে 'কুত্তা শাকিল' এর বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে। তার বাড়ি শাজাহানপুর উপজেলার জোকা গ্রামে।১৪ আগস্ট ২০২৫
দর্শকের আবেগময় এক নায়কআমি কখনও চলচ্চিত্র থেকে হারিয়ে যাইনি: শাকিল খাননব্বই দশকের একজন সুদর্শন, এবং দর্শকদের কাছে আবেগের নাম ছিল নায়ক শাকিল খান। শাকিল খান অভিনীত প্রথম সিনেমা ১৯৯৭ সালে মুক্তি পেলেও শোবিজ দুনিয়ায় তার আগমন ১৯৯৪ সালে। শুটিং এর আগে ফটোশুটি ম্যাগাজিন আড্ডাও চলছিলো সমান তালে।১৪ আগস্ট ২০২৫