বগুড়ায় দশ মামলার আসামি শাকিল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৯: ০২

বগুড়ার আলোচিত ও সমালোচিত সন্ত্রাসী শাকিল মাহমুদ ওরফে ‘কুত্তা শাকিল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে জেলা মৎস্যজীবী লীগের নেতা।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শাকিল মাহমুদ ওরফে 'কুত্তা শাকিল' এর বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে। তার বাড়ি শাজাহানপুর উপজেলার জোকা গ্রামে।

বিজ্ঞাপন

জনগণের ওপর চালানো জুলুমের কারণে সে ‘কুত্তা শাকিল’ নামে পরিচিতি লাভ করে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর ঘনিষ্ঠ সহযোগী বলেও জানা গেছে, যার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত