পুতিনের সঙ্গে পুরোনো অডিও ফাঁস
আমার দেশ অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি এক সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছিলেন—যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায়, তবে তিনি মস্কোয় বোমা ফেলবেন। ২০২৪ সালে নিউইয়র্ক ও ফ্লোরিডায় নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অনুদানদাতাদের সঙ্গে একান্ত বৈঠকে এই মন্তব্য করেছিলেন ট্রাম্প। সেই বৈঠকের অডিও রেকর্ড হাতে পেয়েছে সিএনএন।
এতে শোনা যায়, ট্রাম্প বলছেন, ‘আমি পুতিনকে বলেছিলাম, আপনি যদি ইউক্রেনে ঢোকেন, আমি মস্কোয় বোমা ফেলব। আমার আর কোনো উপায় থাকবে না। তখন পুতিন বলেছিল, আমি বিশ্বাস করি না। তবে আমি জানি, অন্তত ১০ শতাংশ হলেও সে আমার কথা বিশ্বাস করেছিল।’
একই অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকেও তিনি এমন হুমকি দিয়েছিলেন। তিনি চিন পিংকে বলেছিলেন, যদি চীন তাইওয়ানে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে হামলা চালাবে।
ট্রাম্প বলেন, ‘তিনি (চিন পিং) আমাকে উন্মাদ ভাবতেন। তবে আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো সমস্যা ছিল না।’
ট্রাম্পের এসব মন্তব্য তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় দেওয়া। এই বৈঠকগুলোর অডিও রেকর্ড সংগ্রহ করেছেন সাংবাদিক জোশ ডসি, টাইলার পেজার ও আইজ্যাক আর্নসডরফ। তারা তাদের নতুন বই ‘২০২৪’-এ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এই অডিওগুলো আগে কখনো প্রকাশিত হয়নি। ট্রাম্পের প্রচারশিবির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অডিওগুলোতে এমন এক ট্রাম্পকে দেখা যায়, যিনি জনসমক্ষে সাধারণত দেখা দেন না—বন্ধ দরজার আড়ালে বিত্তবান অনুদানকারীদের মন জয়ে তিনি খোলামেলা ও আগ্রাসী ভাষায় নিজের পররাষ্ট্রনীতির কথা তুলে ধরেছেন। তিনি শুধু বৈদেশিক হুমকির কথাই বলেননি, বরং যুক্তরাষ্ট্রে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন।
পুতিন ও চিন পিংয়ের সঙ্গে কথোপকথনের উদাহরণ টেনে ট্রাম্প দাবি করেন, যদি তিনি জো বাইডেনের জায়গায় প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেন ও গাজার যুদ্ধ হতো না। যদিও বাস্তবতা হলো, এই দুটি যুদ্ধ এখনো চলমান।
এছাড়া গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজের মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প আবারো পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আমি পুতিনের ওপর খুশি নই। আমি তার আচরণে খুবই অসন্তুষ্ট। তিনি শান্তিচুক্তিতে রাজি হচ্ছেন না, বরং যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজে কথা বলছেন। সূত্র: সিএনএন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি এক সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছিলেন—যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায়, তবে তিনি মস্কোয় বোমা ফেলবেন। ২০২৪ সালে নিউইয়র্ক ও ফ্লোরিডায় নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অনুদানদাতাদের সঙ্গে একান্ত বৈঠকে এই মন্তব্য করেছিলেন ট্রাম্প। সেই বৈঠকের অডিও রেকর্ড হাতে পেয়েছে সিএনএন।
এতে শোনা যায়, ট্রাম্প বলছেন, ‘আমি পুতিনকে বলেছিলাম, আপনি যদি ইউক্রেনে ঢোকেন, আমি মস্কোয় বোমা ফেলব। আমার আর কোনো উপায় থাকবে না। তখন পুতিন বলেছিল, আমি বিশ্বাস করি না। তবে আমি জানি, অন্তত ১০ শতাংশ হলেও সে আমার কথা বিশ্বাস করেছিল।’
একই অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকেও তিনি এমন হুমকি দিয়েছিলেন। তিনি চিন পিংকে বলেছিলেন, যদি চীন তাইওয়ানে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে হামলা চালাবে।
ট্রাম্প বলেন, ‘তিনি (চিন পিং) আমাকে উন্মাদ ভাবতেন। তবে আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো সমস্যা ছিল না।’
ট্রাম্পের এসব মন্তব্য তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় দেওয়া। এই বৈঠকগুলোর অডিও রেকর্ড সংগ্রহ করেছেন সাংবাদিক জোশ ডসি, টাইলার পেজার ও আইজ্যাক আর্নসডরফ। তারা তাদের নতুন বই ‘২০২৪’-এ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এই অডিওগুলো আগে কখনো প্রকাশিত হয়নি। ট্রাম্পের প্রচারশিবির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অডিওগুলোতে এমন এক ট্রাম্পকে দেখা যায়, যিনি জনসমক্ষে সাধারণত দেখা দেন না—বন্ধ দরজার আড়ালে বিত্তবান অনুদানকারীদের মন জয়ে তিনি খোলামেলা ও আগ্রাসী ভাষায় নিজের পররাষ্ট্রনীতির কথা তুলে ধরেছেন। তিনি শুধু বৈদেশিক হুমকির কথাই বলেননি, বরং যুক্তরাষ্ট্রে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন।
পুতিন ও চিন পিংয়ের সঙ্গে কথোপকথনের উদাহরণ টেনে ট্রাম্প দাবি করেন, যদি তিনি জো বাইডেনের জায়গায় প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেন ও গাজার যুদ্ধ হতো না। যদিও বাস্তবতা হলো, এই দুটি যুদ্ধ এখনো চলমান।
এছাড়া গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজের মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প আবারো পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আমি পুতিনের ওপর খুশি নই। আমি তার আচরণে খুবই অসন্তুষ্ট। তিনি শান্তিচুক্তিতে রাজি হচ্ছেন না, বরং যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজে কথা বলছেন। সূত্র: সিএনএন
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
৩৩ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে