যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো স্থগিত করলো ২৫ দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২১: ০১
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শুল্ক আরোপের সিদ্ধান্তের জেরে অন্তত ২৫টি দেশ যুক্তরাষ্ট্রে ডাক ও প্যাকেজ সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে। জাতিসংঘের সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন মঙ্গলবার এ তথ্য জানায়।

বুধবার পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, ২৯ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ছোট প্যাকেজের ওপর কর ছাড় বাতিল করা হবে। এতে করে আন্তর্জাতিক ডাক পরিষেবা জটিল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘোষণার পর ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানসহ বিভিন্ন দেশের ডাক বিভাগ জানিয়েছে, তারা আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রগামী প্যাকেজ গ্রহণ করবে না।

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বলেছে, ট্রানজিট পরিষেবা নিয়ে অনিশ্চয়তার কারণে সদস্য দেশগুলো এমন সিদ্ধান্ত নিচ্ছে। এতে বিশ্বব্যাপী ডাক পরিবহণ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত