ইউরোপের শহর হিসেবে স্বর্ণ জিতলো ইস্তাম্বুল, কিন্তু কেন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৮: ৩৫

তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগরী ইস্তাম্বুল ২০২৫ সালের ওয়ান্ডারলাস্ট রিডার ট্রাভেল অ্যাওয়ার্ডসে ইউরোপের “সবচেয়ে আকাঙ্ক্ষিত শহর” হিসেবে স্বর্ণ পুরস্কার অর্জন করেছে। বুধবার লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। গত বছর ইস্তাম্বুল একই বিভাগে রৌপ্য পুরস্কার পেয়েছিল।

যুক্তরাজ্যভিত্তিক ভ্রমণ ম্যাগাজিন ওয়ান্ডারলাস্ট জানিয়েছে, “ইস্তাম্বুলের পূর্ব-সাক্ষাৎ-পশ্চিম চুম্বকত্বই এটিকে সোনার দিকে ঠেলে দিয়েছে।” ম্যাগাজিনটির ভাষায়, শহরটি “ইতিহাস ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ,” যেখানে “গম্বুজ ও মিনারে ভরা আকাশরেখা” থেকে শুরু করে “উদীয়মান শিল্প ও রন্ধনশৈলীর দৃশ্য” পর্যন্ত সবকিছুই ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করে।

বিজ্ঞাপন

পাঠকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে বসফরাসে সূর্যাস্তের সময় নৌভ্রমণ, শতাব্দীর প্রভাব মিশ্রিত খাবারের স্বাদ নেওয়া এবং গির্জা, মসজিদ ও আধুনিক আর্ট গ্যালারিতে ঘোরাফেরা করা।

ওয়ান্ডারলাস্টের প্রধান সম্পাদক জর্জ কিপুরোস বলেন, “পাঠকরা ইস্তাম্বুলকে এমন একটি শহর হিসেবে বর্ণনা করেন যা প্রতিবারই তাদের অবাক করে। শহরটির শক্তি নিহিত আছে এর ইতিহাস ও ভবিষ্যতের কল্পনাকে একসঙ্গে ধারণ করার ক্ষমতায়।”

এই স্বীকৃতি এসেছে ইস্তাম্বুলের জন্য এক অসাধারণ বছরের মাঝে। সম্প্রতি কন্ডে নাস্ট ট্র্যাভেলার–এর ২০২৫ সালের “রিডারস চয়েস অ্যাওয়ার্ডস”-এ ইস্তাম্বুল বিমানবন্দরকে খাদ্যের মানের জন্য বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর মধ্যে মনোনীত করা হয়েছে।

তুর্কিয়ে ট্যুরিজম প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (TGA) জানিয়েছে, “এই স্বর্ণ পুরস্কার ইউরোপের সবচেয়ে মনোমুগ্ধকর শহর হিসেবে ইস্তাম্বুলের অবস্থানকে আরও দৃঢ় করেছে।” সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে তুরস্ক ৫০ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে—যা আগের বছরের তুলনায় ১.৬% বেশি।

তুরস্ক এখন টেকসই পর্যটনে বৈশ্বিক নেতৃত্বে রয়েছে, যেখানে ২,০০০টিরও বেশি GSTC-প্রত্যয়িত হোটেল আছে—যা বিশ্বব্যাপী এই ধরণের মোট সম্পত্তির ৮০% এরও বেশি।

ওয়ান্ডারলাস্ট ট্রাভেল অ্যাওয়ার্ডসের ২৪তম আসরে ক্রোয়েশিয়ার ডুব্রোভনিক রৌপ্য এবং স্পেনের মাদ্রিদ ব্রোঞ্জ পুরস্কার জিতেছে।

এই বছরের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্রিটিশ সম্প্রচারক ও অভিযাত্রী সাইমন রিভ। এবারে মোট ২২টি বিভাগে ২০০,০০০-এরও বেশি পাঠক ৪.৮ মিলিয়ন ভোট প্রদান করেন।

সূত্র: আনাদোলু

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত